ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপিকে বাদ দিয়ে কোন নির্বাচন হতে দেয়া হবেনা ॥ খন্দকার মোশারফ

প্রকাশিত: ০১:১৬, ২৮ ডিসেম্বর ২০১৭

বিএনপিকে বাদ দিয়ে কোন নির্বাচন হতে দেয়া হবেনা ॥ খন্দকার মোশারফ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বর্তমান সরকার জনগনের ভোটে নির্বাচিত নয়, ওরা পুলিশের ভোটে নির্বাচিত। তাই জনগন দেখলে ভয় পায়। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উত্তর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সহ বিএনপিকে বাদ দিয়ে একাদশ নির্বাচন হতে পারে না, হতে দেয়াও হবেনা। আগামী একাদশ জাতীয় নির্বাচন সংসদ ভেঙ্গে দিয়ে করতে হবে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন এ দেশের মাটিতে হবেনা। উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আবুল হোসেন খান, আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। বক্তব্য রাখেন, জেলা দক্ষিণ বিএনপির সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপি সহসভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার খান, এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর মহিলা দলের সভাপতি তাসলিমা বেগম প্রমুখ।
×