ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

প্রকাশিত: ০২:০০, ২৪ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত ও পোশাক তৈরি কারখানার ২০ নারী শ্রমিক আহত হয়েছে। রবিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের চাপায় রাহেমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্ণ এলাকায় আদমজী ইপিজেডের একটি পোশাক তৈরি কারখানার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ নারী শ্রমিক আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রবিবার দুপুরে রাহেমা বেগম নাতিকে নিয়ে নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি প্রাইভেটকার রাহেমা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাতি নিরাপদেই রাস্তা পার হয়। ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ হাসান সুমন জানান, রাস্তা পার হওয়ার একটি প্রাইভেটকার রাহেমা বেগমকে চাপা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাহেমা বেগম মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আড়িয়াল গ্রামের বাসিন্দা মৃত সোবহান মাওলানার স্ত্রী। সে কায়েমপুর এলাকায় মেয়ের ভাড়াটিয়া বাসায় থাকত। তিনি আরও জানান, নিহতের আত্মীয়-স্বজনরা অনুমুতি নিয়ে বিনা ময়নাতদন্তেই লাশ দাফনের উদ্দেশ্যে নিয়ে গেছে। একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্ণ এলাকায় আদমজী ইপিজেডের অন্তিম পোশাক তৈরি কারখানার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পারুল, শাহনাজ, সায়লা, হেনা ও লাইজুসহ কমপক্ষে ২০ আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি পাঠিয়েছে। নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সকালে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে নারী পোশাক শ্রমিকদের নিয়ে আদমজী ইপিজেডে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তিম গ্রুপের একটি বাস (ঢাকা-মেট্রো-জ-১৪-০০২৫) শিমরাইল ইউটার্ণ এলাকায় খাদে পড়ে যায়। এতে বেশ কয়েজন আহত হয়েছে। আহত শ্রমিকরা জানান, ওই বাসের মধ্যে প্রায় ৫০ জন নারী শ্রমিক ছিলেন। শিমরাইলে কর্মরত টিআই শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় ১০-১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে বিভিন্ন গাড়িতে তুলে দেয়া হয়েছে।
×