ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় মুক্তিযোদ্ধারা পৌর মেয়রকে ধাওয়া করলেন

প্রকাশিত: ১৯:৫৯, ১৬ ডিসেম্বর ২০১৭

মুক্তাগাছায় মুক্তিযোদ্ধারা পৌর মেয়রকে ধাওয়া করলেন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় বিজয় মঞ্চ হামলা চালিয়ে তছনছ ও ভাঙচুর করেছে মুক্তিযোদ্ধা জনতা ও আওয়ামীলীগের কর্মী সমর্থকরা। এসময় উত্তেজিত মুক্তিযোদ্ধা ও জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যান পৌর মেয়র শহীদুল ইসলাম। শনিবার সকাল ৮টার দিকে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে মুক্তাগাছা পৌরসভা প্রাঙ্গনে। স্থানীয় সূত্র জানায়, প্রচলিত রেওয়াজ অনুযায়ী বিজয় দিবসের মঞ্চ তৈরি করে আসছিল মুক্তাগাছা পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু এবারের এই উদ্যোগ ও আয়োজনে ছিল দায়সাড়া ভাব। শনিবার সকালে মুক্তিযোদ্ধা জনতা ও আওয়ামীলীগের নেতা কর্মী ও সমর্থকরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলে দেখা যায় বিজয় মঞ্চে জাতির জনক ও প্রধান মন্ত্রীর কোন ছবি নেই। এ নিয়ে বিএনপি পন্থী মেয়র শহীদুল ইসলামের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে ফুল দিতে আসা মুক্তিযোদ্ধা জনতা। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা জনতার হাতে লাঞ্চিত হয়ে মেয়র শহীদুল ইসলাম নিজেকে রক্ষায় দৌড়ে পালিয়ে যান। এসময় বিজয় মঞ্চ তছনছ করে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
×