ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ব্যাংকের দরবৃদ্ধিতে সূচকের বড় উত্থান

প্রকাশিত: ০১:০১, ১২ ডিসেম্বর ২০১৭

ব্যাংকের দরবৃদ্ধিতে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। মূলত উভয় বাজারেই ব্যাংক খাতের দরবৃদ্ধির কারণে সূচকে ইতিবাচক প্রভাব পড়ে। জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানিগুলোর দর কমেছে। একইসঙ্গে বস্ত্র খাতের কোম্পানিগুলোও দর হারিয়েছে। মঙ্গলবার ডিএসইতে ৪৪৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪৭ কোটি ৩৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৪৯১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৪১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৫৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, গ্রামীনফোন, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, বিডি থাই, প্যারামাউন্ট টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট ও আমরা নেটওয়ার্ক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : প্রাইম ব্যাংক, আমরা নেটওয়ার্ক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, বিডি থাই ও শাহজালাল ইসলামী ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইমাম বাটন, মিথুন নিটিং, বিডি ওয়েল্ডিং, সিএমপিএম মিউচুয়াল ফান্ড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সামাতা লেদার, বিডি ল্যাস্পস, প্রাইম ফাইনান্স, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড ও বিচ হ্যাচারী। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্যারামাউন্ট টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউসিবি, ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও যমুনা ব্যাংক।
×