ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে ধরা পড়েছে বিরল প্রজাতির পেঁচা

প্রকাশিত: ০১:২৫, ১১ ডিসেম্বর ২০১৭

সীতাকুন্ডে ধরা পড়েছে বিরল প্রজাতির পেঁচা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড ॥ চট্টগ্রাম সীতাকুণ্ডে বিরল প্রজাতির একটি পেঁচা ধরা পড়েছে। গত সোমবার সকালে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় কবির ষ্টীল মিলস সংলগ্ন ফয়জুন অক্সিজেন প্লান্টের বিল্ডিং এর তৃতীয় তলার ছাদ থেকে এ পেঁচাটি ধরা হয়েছে। জানা যায়,প্রতিদিন পেঁচাটি ফয়জুন অক্সিজেন প্ল্যান্টের বিল্ডিং এর ছাদে এসে আশ্রয় নেয়। এতে অনেকে বিরল প্রজাতির এ পেঁচাটিকে ধরতে গিয়ে ব্যর্থ হয়। কিন্তু সোমবার সকালে কবির স্টীল মিলের এক শ্রমিক কৌশলে পেঁচাটি ধরে ফেলেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়ার পর পেঁচাটি দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়। তবে বিরল প্রজাতির পেঁচাটি নিরাপদেই আছেই বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ। এটাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তারা।
×