ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’

প্রকাশিত: ০২:৪১, ১০ ডিসেম্বর ২০১৭

‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরকে সাজানো হয়েছে বর্ণিল আলোয়। এবারই প্রথমবারের মতো নিজস্ব জায়গায় আয়োজন করা হয়েছে বিজয় উৎসবের কর্মসূচী। পুরো জাদুঘর প্রাঙ্গনজুড়ে বিরাজ করছে সাজসাজ রব। রবিবার থেকে সেখানে শুরু হয়েছে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। জাদুঘরের চারটি ভিন্ন প্রাঙ্গণে একযোগে হচ্ছে এবারের আয়োজন। পাশাপাশি ১৪ ডিসেম্বর থেকে জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। বিকেলে গত স্পন্দনের শিল্পীদের নৃত্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে সুবচন নাট্য সংসদ মঞ্চস্থ করে পথনাটক ‘বোধদয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ইস্পাহানী গার্লস স্কুল এন্ড কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর পর জাদুঘরের প্রধান মিলনায়তনে মানবাধিকার বিষয়ক বক্তব্য প্রদান করেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, মানবাধিকার বিষয়ক বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আগের পৃথিবী আর এখনকার পৃথিবীর কিছুটা পরিবর্তন হয়েছে। আগে মানবাধিকার লঙ্ঘন হলে বিচারের পথ সুগম ছিলো না। এখন মানুষ অধিকার আদায়ে সেচ্চার। একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় আমরা বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি। তার বিরুদ্ধে প্রতিবাদও করেছি। যার ফলে যুদ্বাপরাধীদের বিচার পেয়েছি। তিনি আরো বলেন, যারা দারিদ্র্যের মধ্যে বসবাস করে, তাদের পক্ষে মানবাধিকার অর্জন দুঃসাধ্য। তাত্ত্বিকভাবে আমরা বলছি সবাই সমান, কিন্ত বাস্তবে তা নয়। আমাদের এখন এসব বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে। যে অধিকার অপূর্ণ আছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে তা প্রতিষ্ঠা ও অর্জন করতে হবে। তার বক্তব্যের পর সঙ্গীত পরিবেশন করেন মিতা হক, আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন, দলীয় সঙ্গীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ ও ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল। সন্ধ্যায় ভাস্কর্য অঙ্গনে বাউল গান পরিবেশন করে কুষ্টিয়ার আরশিনগর বাউল সংঘ। আজ সোমবার উৎসবের দ্বিতীয় দিন বিকেল তিনটায় মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে পথনাটক ‘বুদ্ধি’ পরিবেশন করবে নাট্যযোদ্ধা ও পথনাটক ‘গর্ত’ পরিবেশন করবে প্রাচ্যনাট। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ঢাকা মহিলা কলেজ, হযরত শাহ আলী মহিলা কলেজ ও শেরেবাংলা নগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। বিকেল পাঁচটায় সবুজ চত্বরে সারিগান পরিবেশন করবে কিশোরগঞ্জ গণসাংস্কৃতিক সংস্থা (কিশোরগঞ্জ)। সন্ধ্যা ৭টায় ভাস্কর্য অঙ্গনে সঙযাত্রা পরিবেশন করবে মহাদেব সঙযাত্রা দল (টাঙ্গাইল)।
×