ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবচেয়ে কমদামে ২৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতিহালি ডিম

প্রকাশিত: ০৩:০৩, ৮ ডিসেম্বর ২০১৭

সবচেয়ে কমদামে ২৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতিহালি ডিম

অর্থনৈতিক রিপোর্টার ॥ এ বছরের মধ্যে সবচেয়ে কমদামে ২৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতিহালি ফার্মের ডিম। কমেছে ও মাছ ও মুরগির দাম। অন্যদিকে সবচেয়ে বেশি দাম ১২০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি পেঁয়াজ। আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সরবরাহ বাড়ায় আরও কমেছে শীতকালীন সবজির দাম। চাল, ডাল, চিনি, ভোজ্যতেল ও আটার দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, কাপ্তান বাজার ও ফার্মগেট বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। বাজার করতে আসা ক্রেতারা বলছেন, মাছ, মুরগি, ডিম ও সবজির দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু পেঁয়াজের দাম না কমায় বাজারে এক ধরনের অস্বস্তিও রয়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা অনুযায়ী, গত বছর এ সময়ে ভারতীয় ও দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম ছিল ২৫ থেকে ৪০ টাকার মধ্যে। অর্থাৎ প্রতিকেজি পেঁয়াজ কিনতে এখন নগরবাসীর খরচ বেড়েছে তিন গুণ বা তারও বেশি। মাছ, মাংস, সবজি রান্না করতে পেঁয়াজ লাগবেই। তাই দাম যতই হোক, ক্রেতাদেও পেঁয়াজ কিনতেই হয়। এদিকে, পেঁয়াজ ও চাল বাদে অন্যান্য পণ্যের দামে স্বস্তি এসেছে। সবজির দামও কমেছে। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে প্রতিকেজি ৩০ থেকে ৫০ টাকার মধ্যে। মাসখানেক আগেও যা ৫০ থেকে ৮০ টাকা ছিল। সম্প্রতি ফার্মেও মুরগির ডিম ও মুরগির দামও কমেছে। বাজারে প্রতি ডজন ফার্মের লাল ডিম ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে প্রতিহালির ডিমের দাম ২৫ টাকার নিচে। উৎপাদন বাড়ায় গত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে কম দামে ডিম পাওয়া যাচ্ছে। এতে করে স্বল্প আয়ের মানুষের পাতে এখন ডিম উঠছে। বিক্রেতারা বলছেন, বাজারে ডিম ও মুরগির সরবরাহ বেশ ভালো। কাপ্তান বাজারের ডিম বিক্রেতা শাহ আলম জনকণ্ঠকে বলেন, এবারই ডিমের দাম কম। পাইকারিতে প্রতিহালি ডিম ২৫ টাকার নিচে বিক্রি হচ্ছে। তিনি বলেন, সরবরাহ বাড়ায় ডিমের দাম কমেছে। দাম কমায় ক্রেতারা বেশি পরিমাণে ডিম কিনছেন। এদিকে, ছাড়া খাল-বিল শুকাতে শুরু করায় দেশি মাছ ধরা পড়ছে। এতে দামও কিছুটা কমেছে। বাজাওে দেশি কই, শিং, মাগুর, শোল, পুঁটি, মেনি, খলিশা, টাকি, ফলি ইত্যাদি মাছ পাওয়া যাচ্ছে। অবশ্য বাজার ও আকারভেদে দামের পার্থক্য আছে।
×