ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খালাস পেলেন সেই দণ্ডপ্রাপ্ত সাবেক সিভিল সার্জন

প্রকাশিত: ০০:২২, ৬ ডিসেম্বর ২০১৭

খালাস পেলেন সেই দণ্ডপ্রাপ্ত সাবেক সিভিল সার্জন

অনলাইন ডেস্ক ॥ লক্ষ্মীপুরে আপীলে খালাস পেলেন ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের দণ্ডপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ সালাহ উদ্দিন শরীফ। বুধবার বিকাল তিনটার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপীলের পর বিচারক ইকবাল হোসেন তা মঞ্জুর করে ডা. সালাহ উদ্দিনকে খালাসের রায় দেন। সালাহ উদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না এ তথ্য জানান। খালাস পাওয়ার পর ডা. সালাহ উদ্দিন শরীফ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।’ তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল জানিয়ে মানসিক ও সামাজিকভাবে তিনি ও তার পরিবার বিপর্যস্ত হয়েছেন বলে জানান তিনি। প্রসঙ্গত, সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসন পরিচালিত শহরের কাকলি স্কুলের প্রবেশ পথে আগে- পরে যাওয়াকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফের মধ্যে সংঘটিত হাতাহাতির জেরে ভ্রাম্যমাণ আদালতে সালাহ উদ্দিনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার বেলা ১১টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপীলের পর বিচারক মীর শওকত হোসেন পাঁচ হাজার টাকা মুচলেকায় ওই চিকিৎসকের জামিন আবেদন মঞ্জুর করেন। এদিকে, ভ্রাম্যমাণ আদালতে সাজার বিষয়টি নিয়ে একটি রিট আবেদনের পর এডিসি শেখ মুর্শিদুল ইসলাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট। এছাড়া, মঙ্গলবার এডিসি শেখ মুর্শিদুল ইসলামকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে পদায়ন করা হয়।
×