ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আগে ব্যাটিং করে খুলনার সংগ্রহ ১৭৪ রান

প্রকাশিত: ২২:৩১, ৫ ডিসেম্বর ২০১৭

আগে ব্যাটিং করে খুলনার সংগ্রহ ১৭৪ রান

অনলাইন ডেস্ক ॥ দ্বিতীয় স্থানে ওঠার লড়াইয়ে বিপিএলের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৭৪ রান। পয়েন্ট টেবিলের সবথেকে উপরে থাক কুমিল্লাক জেতার জন্য করতে হবেয় ১৭৫ রান। ১৩ পয়েন্ট নিয়ে ঢাকার সঙ্গে সমান্তরালে অবস্থান করছে খুলনা। যদিও রান রেটের ব্যবধানে এগিয়ে ঢাকাই। কুমিল্লাকে হারাতে পারলে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকবে খুলনা।এমনই গুরুত্বপূর্ণ এক ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ ছিল খুলনার। নাজমুল হাসান শান্ত এবং মাইকেল ক্লিঙ্গার মিলে ৬ ওভারে করেন ৫৫ রানের জুটি। ২১ বলে ৩৭ রান করে এ সময় আউট হন শান্ত। ২৯ রান করে আউট হয়ে যান মাইকেল ক্লিঙ্গার। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ বল খেলে ২৩ রান করে আউট হন। নিকোলাস পুরান আউট হন মাত্র ৮ রান করে। কার্লোস ব্র্যাথওয়েট ১২ বলে আউট হন ২২ রান করে। শেষ মুহূর্তে ঝড় তোলেন আরিফুল হক। ২১ বলে ৩৫ রান করেন তিনি। ৪টি বাউন্ডারির সঙ্গে ছিল ১টি ছক্কার মার। বেনি হাওয়েল ৩ বলে করেন ৯ রান। কুমিল্লার হয়ে আল আমিন হোসেন নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন শোয়েব মালিক এবং সলোমন মিরে।
×