ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দুরন্ত টিভির ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’

প্রকাশিত: ০৬:০৬, ২০ নভেম্বর ২০১৭

দুরন্ত টিভির ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’

সংস্কৃতি ডেস্ক ॥ অতি সম্প্রতি যাত্রা শুরু করেছে শিশুতোষ চ্যানেল দুরন্ত টেলিভিশন। যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন চমকপ্রদ সব নতুন শিশুতোষ অনুষ্ঠান উপহার দিয়ে চলেছে চ্যানেলটি। ইতোমধ্যে চ্যানেলটির বিভিন্ন আয়োজন আলোচনায় এসেছে। চ্যানেলের অন্যতম আয়োজন বিশেষ ধারাবাহিক নাটক ‘গল্প শেষে ঘুমের দেশে’। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে শিশু শিল্পীদের পাশাপাশি তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি, ইন্তেখাব দিনার, শাহাদাৎ হোসেন, নাজনীন হাসান চুমকী, সাজু খাদেম, দীপা খন্দকার, রুনা খান, সুষমা সরকার এবং শিশুশিল্পী গল্প, মুগ্ধ, উনাইসা, প্রপা, পটসহ আরও অনেকে। ধারাবাহিকটি সপ্তাহে ৫ দিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার রাতে প্রচার হচ্ছে। ধারাবাহিকটি শুক্র ও শনিবার পুনঃপ্রচার হয়ে থাকে। ২০ মিনিট ব্যাপ্তির এই ধারাবাহিকটির চিত্রগ্রহণ করা হয়েছে চ্যানেলের নিজস্ব স্টুডিওতে। ‘গল্প শেষে ঘুমের দেশে’ ধারাবাহিকের প্রতিপর্বে শিশুরা একটি নতুন গল্প জানতে পারছে। শিশুর মনস্তত্ত্বের সঙ্গে সঙ্গতি রেখে গল্পগুলো নির্বাচন করা হয়েছে। বিখ্যাত শিশু সাহিত্যিক এবং বিভিন্ন দেশের প্রচলিত নানা গল্প নিয়েই এই আয়োজন। যেমন রূপকথার গল্প তেমনি বাস্তবতার মিশেলে থাকা শিশুর গল্পই এর মুখ্য দিক। প্রতিপর্বে দেখা যায় শিশুটির বাবা-মা, দাদা-দাদী, নানা-নানী, মামা, খালা, ফুপী কিংবা পরিবারের কোন অতিথির কাছ থেকে শিশুরা গল্পের ছলে কি করে বিভিন্ন বিষয় সহজেই শিখে নিচ্ছে। পরিবারের সদস্যরা একজন শিশুর সঙ্গে কেমন সৌজন্যতা বজায় রাখবে, আচার-আচরণ করবে ইত্যাদি ব্যবহারিক প্রসঙ্গগুলো সহজ সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। শিশুর জানা-অজানার মধ্যে একটা দারুণ চমক হবে এই ‘গল্প শেষে ঘুমের দেশে’ ধারাবাহিকটি। শিশুর উপযোগী করতে নাটকে প্রাসঙ্গিক গ্রাফিক্স এবং টু-ডি-মোশন যুক্ত করা হয়েছে। গল্পকে সহজ সাবলীল উপস্থাপন এবং শিল্পীয় নান্দনিক দিক প্রকাশ করতে তারকা শিল্পীরা অভিনয় করেছেন। পরিবারের সবার ব্যস্ততার মধ্যেও শিশুর জন্য পর্যাপ্ত সময় বের করবার বিষয়টি প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে। এক এক শিশু এক এক রকম। তাদের এই ভিন্নতাই তাদের নিজস্বতা তৈরি করে। নাটকটিতে দেখা যাবে সব শিশুরই নিজস্ব ভঙ্গিমা, গড়ন আর ভাবনার বিষয়বস্তু নিয়ে গল্পবলা। ধারাবাহিক এই নাটকটি শিশুদের নিজস্ব একটা মননশীল জগৎ তৈরিতে সহায়ক হবে।
×