ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাজমুস সাকিব প্রধান আমদানি রফতানি নিয়ন্ত্রক

প্রকাশিত: ০৫:৩৩, ২০ নভেম্বর ২০১৭

নাজমুস সাকিব প্রধান আমদানি রফতানি নিয়ন্ত্রক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি ও রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এআরএম নাজমুস সাকিব। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতদিন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এসএম রেজওয়ান হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমদানি ও রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করা নিরুপমা দেবনাথকে নিজ কর্ম-অধিক্ষেত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে নেয়া হয়েছে। অপর এক আদেশে প্রেষণে কর্মরত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ইএমই) মেজর ফেরদৌস আহমেদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
×