ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘বাংলাদেশের পাশেই আছে জাপান’

প্রকাশিত: ০৫:২৭, ২০ নভেম্বর ২০১৭

‘বাংলাদেশের পাশেই  আছে জাপান’

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের থার্ড কমিটির বৈঠকে বিরত থাকার মানেই বাংলাদেশের বিপক্ষে নয় বলে জানিয়েছে জাপান। রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশেই রয়েছে বলে জানিয়েছে দেশটি। রবিবার ঢাকায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রেস সচিব তোশিদি আনদো সাংবাদিকদের এসব কথা বলেছেন। এদিকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমর্থন দেয়ায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কনোকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কনো শনিবার রাতে ঢাকায় আসেন। রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তিনি বৈঠক করেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রেস সচিব তোশিদি আনদো। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোশিদি আনদো জানিয়েছেন, জাতিসংঘের থার্ড কমিটির বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাপান কোন ভোট দেয়নি। দেশটি ভোটদানে বিরত ছিল। তবে এ বিরত থাকার অর্থ এই নয় যে, জাপান বাংলাদেশের বিপক্ষে রয়েছে। রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশের পক্ষেই রয়েছে। জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রেস সচিব বলেন, রোহিঙ্গা সঙ্কটের প্রেক্ষিতে জাপান মানবিক সহায়তাও দেবে। জাপান সরকার ইতোমধ্যেই মানবিক সহায়তা হিসেবে ১৮ দশমিক ৬ মিলিয়ন ডলার থেকে ২৩ দশমিক ৬ মিলিয়ন ডলারে বৃদ্ধি করেছে। এছাড়া রাখাইন রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং প্রয়োজন বলেও তিনি জানান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও জানান, রাখাইনে আগস্ট হামলার ঘটনায় জাপান অবশ্যই নিন্দা জানায়। ওই সহিংসতার জেরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতি নিয়েও জাপান উদ্বিগ্ন। এছাড়া রোহিঙ্গাদের ফেরাতে জাপান বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানান তিনি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কনোর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাপানের সমর্থন দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাপানী পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে জাপান।
×