ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই চোরাকারবারি গ্রুপের সংঘর্ষ ॥ আটক চার

প্রকাশিত: ০৩:৪১, ১৭ নভেম্বর ২০১৭

দুই চোরাকারবারি গ্রুপের সংঘর্ষ ॥ আটক চার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ নবেম্বর ॥ আশুলিয়ায় বিষাক্ত সাপের বিষ, ম্যাগনেট চোরাকারবারি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই চক্রের ‘মিজান’ নামের একজন মারাত্মক আহত হয় এবং তার আরেক সঙ্গী আলমগীর হোসেন দৌড়ে পালিয়ে যায়। মিজানুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (ঢাকা অঞ্চল) মিরপুর-১-এর অফিস সহায়ক হিসেবে কর্মরত। আলমগীর হোসেন মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে। পুলিশ বুধবার রাত সাড়ে এগারোটার দিকে পলাশবাড়ী বাতানটেক এলাকা থেকে চক্রের মূল হোতা ফরহাদ ও খোকনসহ চারজনকে আটক করে। প্রত্যাক্ষদর্শীরা জানান, বুধবার রাতে মিজান হাজীর বাঁশ জঙ্গলের বস্তির পাশে কয়েকজন মিলে একজনকে বেধড়ক মারতে দেখে তারা দৌড়ে এগিয়ে যান। দু’পক্ষকে শান্ত করে সংঘর্ষের কারণ জানতে চাইলে তারা একে অন্যর ওপর দোষারোপ করতে থাকেন।
×