ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ২ নারী ও ৫ শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ২৩:৪৯, ১৩ নভেম্বর ২০১৭

নওগাঁয় ২ নারী ও ৫ শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে ৫ শিশু ২ নারী এবং ৩ পুরুষসহ মোট ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। উপজেলার সীমান্ত এলাকা মধইল বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ৫ শিশুর মধ্যে ৩জন কন্যা সন্তান এবং ২ জন পুত্র সন্তান। জানা গেছে, এদিন সকালে সাপাহার সীমান্ত এলাকা মধইল বাজার থেকে সাপাহার হয়ে নওগাঁর উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস রওনা হলে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা ওই ১০জন রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে চেপে বসে। স্থানীয় লোকজন তাদেরকে ভিনদেশী লোক বুঝতে পেরে বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে উপজেলার খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাস থামিয়ে ১০ রোহিঙ্গাকে আটক করে কোম্পানী ক্যাম্পে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি পতœীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খিজির খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রোহিঙ্গারা স্থানীয় কতিপয় দালালের খপ্পড়ে পড়ে কক্্রবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে তাদের সঙ্গে এই এলাকায় আসে। কয়েক দিন তারা স্থানীয় দালালদের আশ্রয়ে থাকার পর সোমবার ভোরে দালালরা তাদের ছেড়ে পালিয়ে গেলে নিরুপায় হয়ে তারা বাসে চেপে দেশের অভ্যন্তরে ফিরছিল। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক রোহিঙ্গাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানান তিনি। দালালরা হয়তো তাদেরকে ভারতে পাচারের উদ্দেশ্যে এই এলাকায় নিয়ে এসেছিল বলে স্থানীয় লোকজন ধারনা করছে। কক্্রবাজারের রোহিঙ্গা সদস্যরা আকস্মিকভাবে সাপাহারে আসায় উৎসুক জনতা তাদের এক নজর দেখার জন্য ক্যাম্পে ভিড় করছিল।
×