ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পটিয়ায় কেমিক্যাল কোম্পানীকে জরিমানা

প্রকাশিত: ০১:৫৭, ৯ নভেম্বর ২০১৭

পটিয়ায় কেমিক্যাল কোম্পানীকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ পটিয়া বিসিক শিল্প নগরীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি কেমিক্যাল কোম্পানীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন রায় অভিযান চালিয়ে মেসার্স মম ক্যামিকেলকে এ জরিমানা করে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে পটিয়ার বিসিক শিল্প নগরীতে মেসার্স মম কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠান ট্যাংকির পানি গ্যালনে ভর্তি করে ‘মম ভলভো’ নামের স্টিকার লাগিয়ে ব্যাটারীর পানি হিসেবে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ব্যাটারির পানি ছাড়াও ওই প্রতিষ্ঠানে কোন রকমের অনুমোদন ব্যতিত জীবন রক্ষাকারী বিশুদ্ধ খাবার পানি উৎপাদন ও বিক্রী করে আসছিল। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন রায় বলেন, ট্যাংকির পানি প্লাস্টিকের গ্যালেনে ভরে ব্যাটারি পানি ও অবৈধভাবে বিশুদ্ধ খাবার পানি উৎপাদন করে বাজারজাত করার দায়ে কেমিক্যাল কোম্পানীর স্বত্বাধিকারী মো. আবদুস ছত্তারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তাছাড়া সরকারি অনুমোদন ছাড়া বিশুদ্ধ পানি ও ব্যাটারির পানি বাজারজাত না করতে নির্দেশ দেওয়া হয়েছে। মিল্টন রায় জানান, ব্যাটারির পানি গাড়ির ইঞ্জিন সংক্রান্ত না হওয়ায় এ পানি গাড়িতে ব্যবহার করলে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে দুর্ঘটনার ঘটনার সম্ভাবনা রয়েছে।
×