ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পরীক্ষার হল থেকে জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ২৩:৩৯, ৯ নভেম্বর ২০১৭

রাজশাহীতে পরীক্ষার হল থেকে জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘায় পরীক্ষার হল থেকে বেরিয়ে এক ছাত্রী নিখোজ হয়েছে। তবে জেএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর বাবা উপজেলার আড়ানী পৌরসভার কাউন্সিলর জিল্লুর রহমান থানায় অভিযোগ করেছেন। জিল্লুর রহমানের অভিযোগ, প্রতিদিনের মত বুধবার সকালে বাঘা উপজেলার মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ ভেনুতে তথ্য ও প্রযুক্তি বিষয়ে জেএসসি পরীক্ষা দিতে আসে তার মেয়ে। সে আড়ানী মনোমহনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরীক্ষার পর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। কাউন্সিলর জিল্লুর রহমান জানান, মেয়েকে না পেয়ে বুধবার দুপুর থেকে আত্মীয়-স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুজির করেও তার সন্ধান পাওয়া যায়নি। একারনে বৃহস্পতিবার বাঘা থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে তিনি উল্লেখ করে একই উপজেলার চকপাড়া গ্রামের বাদশার ছেলে টনি তার মেয়েকে অপহরণ করেছে। বাঘা থানার ওসি রেজাউল করিম জানান, প্রাথমিক অবস্থায় আমরা ধারনা করছি ওই পরীক্ষাথী কোনো ছেলে বন্ধুর প্ররোচনায় পরীক্ষা কেন্দ্র থেকে পালাতে পারে। তবে যেহেতু তার বয়স কম, তাই তাকে খুজে বের করা হবে। অপহৃত হয়ে থাকলে এ ঘটনার সঙ্গে জড়িতদেরও গ্রেফতার করা হবে।
×