ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

প্রকাশিত: ০২:০৩, ৬ নভেম্বর ২০১৭

গোপালগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী পান্না খানম ও তন্নী খানম। সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দু’টি বিয়েই বন্ধ হয়ে যায়। জানা যায়, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পুরুলিয়া গ্রামের মোঃ সিরাজ মিয়ার মেয়ে স্থানীয় পরকরফা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তন্নী খানমের সঙ্গে পার্শবর্তী বোয়ালমারী উপজেলার অমৃতনগরের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়। এছাড়াও উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মোঃ আবুল হোসেন মোল্যার মেয়ে স্থানীয় তিলছড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মোসাঃ পান্না খানমের সঙ্গে পার্শবর্তী গোপালপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের (পুলিশ সদস্য) সঙ্গে বিয়ে ঠিক হয়। দু’টি বিয়েরই দিন ধার্য্য হয় সোমবার। এরই মধ্যে খবর পেয়ে কাশিয়ানীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মাঈন উদ্দিন বিয়েবাড়ীতে গিয়ে বিয়ে দু’টি বন্ধ করেন এবং তন্নী ও পান্নার অভিভাবকের কাছ থেকে মুচেলেকা গ্রহণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে রাতইল ইউপি-চেয়ারম্যান বি এম হারুনার রশিদ পিনু ও স্থানীয় সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
×