ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

খালেদার গাড়ী বহরে হামলার মামলায় গ্রেফতার ১৯

প্রকাশিত: ০১:৪৬, ২ নভেম্বর ২০১৭

খালেদার গাড়ী বহরে হামলার মামলায় গ্রেফতার ১৯

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ বিএনপির চেয়ারপার্শন বেগম খালেদা জিয়া কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীর মহিপালে গাড়ী বহরের পেছনে পেট্রোলবোমা হামলা ও গাড়ীতে আগুনের ঘটনার মামলায় বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে ফেনী পৌর সভার সাবেক কমিশনার ও বিএনপি নেতা দেলওয়ার হোসেন বাবুল , ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেন সহ ১৩ জন। গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম দিনের ৬ জনের মধ্যে এক জন সদর থানার ফাজিলপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি নুরের সালাম মিলন (৩০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারউক্তি মুলক জবারবন্দি প্রদান করেছে। দুপুরে ফেনী আদালতে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রাট জাকির হোসনের আদালতে এই জবানবন্দি প্রদান করা হয়। বিকলে প্রথম দিনের আটক ৫ জন সহ ১৮ জনকে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জকির হোসেন আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আদালতে প্রত্যেককের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। আদালত সকলকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। আগামী বরিবার রিমান্ডের আবেদনের উপর শুনানি শেষে আদেশ প্রদান করা হবে। গ্রেফতারকৃত ১৯ জনের মধ্যে ৩ জন এজাহার ভুক্ত আসামী রয়েছে।
×