ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাউফলে প্রেমিককে হত্যার অভিযোগে প্রেমিকা গ্রেফতার

প্রকাশিত: ০০:১৭, ৩০ অক্টোবর ২০১৭

বাউফলে প্রেমিককে হত্যার অভিযোগে প্রেমিকা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ প্রেমিককে হত্যার অভিযোগে তৃষ্ণা রানী মন্ডল (১৫) নামের এক স্কুল ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওই ছাত্রী দাবি তিনি নির্দোষ। তৃষ্ণা মদনপুর ইউনিয়নের সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম পরিমল মন্ডল। বাউফল সদর ইউনিয়নের গোসিংগা আফছেরের গ্যারেজ এলাকায় তার বাড়ি। জানা গেছে, এক বছর আগে ফেসবুকের মাধ্যমে তৃষ্ণা রানীর সাথে পরিচয় হয় পাশ্ববর্তী দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর গ্রামের জিতু ব্যাপারীর কলেজ পড়ুয়া ছেলে জীবন ব্যাপারীর সাথে। এরপর মোবাইল ফোনে তাদের সাথে কথাবার্ত হতো। একপর্যায় তারা দুজন প্রেম জড়িয়ে পড়েন। তৃষ্ণা জানান, পরিচয়ের পর প্রেমিক জীবনের সাথে তার কয়েকবার দেখা হয়েছে। সর্বশেষ শনিবার রাতে জীবন তার সাথে দেখা করতে বাড়িতে আসেন এবং রবিবার ভোর রাতে তিনি নিজ বাড়িতে যাওয়ার পথে খুন হন। এ ঘটনায় রবিবার বিকালে বাউফল থানায় নিহত জীবনের বোন কাজল রানী বাদি হয়ে একটি হত্যা মামল রজু করেন। (মামলা নং ৩০ তারিখ ২৯/১০/১৭) এই মামলায় তৃষ্ণাকে ৫নম্বর আসামী করা হয়েছে। ১ নম্বর আসামী করা হয়েছে মিন্টু মৃধাকে। মিন্টু মৃধা এলাকায় একজন চিহিৃত সন্ত্রাসী ও একজন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। কয়েকদিন আগে পুলিশ তার স্ত্রী রাজিয়া বেগমকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলে রয়েছেন। তৃষ্ণা দাবি করেছেন, জীবন ভালবাসার টানে তার সাথে দেখা করতে এসেছেন। এর আগেও তিনি দুইবার তার সাথে দেখা করতে বাড়িতে এসেছিলেন। ঘটনার দিন আকস্মিক ভাবে তিনি খুন হয়েছেন। এ খুনের সাথে তিনি জড়িত নয়। সোমবার সরেজমিন গিয়ে দেখা গেছে, এই ঘটনার পর এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। কেউ ভয়ে মুখ খুলে কিছু বলতে সাহস পাচ্ছেননা। তবে গোপনে নাম প্রকাশ না করার শর্তে কয়েক ব্যাক্তি জানান, ঘটনার দিন ভোর রাতে জীবন তার প্রেমিকা তৃষ্ণার বাড়ি থেকে যাওয়ার পথে হত্যাকান্ডের শিকার হন। একই এলাকার মিন্টু ও তার ছেলে রাকিব তাকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করে। এসময় তারা ডাকচিৎকার শুনলেও ভয়ে কেউ এগিয়ে যাননি। মিন্টু এক ঘনিষ্ট আত্বীয় বরিশাল রেঞ্জের পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা। তার দোহাই দিয়ে তিনি এলাকায় নানা অপর্কম করে বেড়ান। তার ভয়ে এলাকার লোকজন সব সময় ভীতসন্ত্রস্ত থাকেন। মিন্টু ও তার ছেলের বিরুদ্ধে থানা ও কোটে একাধিক মামলা রয়েছে। এদিকে নিহত কলেজ ছাত্র জীবনের লাশ পোস্ট মোর্টেম শেষে সোমবার তার গ্রামের বাড়িতে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত তৃষ্ণা মন্ডলকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। সেখানে তার জবানবন্ধী রেকর্ড করা হবে। আমরা মিন্টুসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
×