ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার আজিজসহ ৬ জনের যুদ্ধাপরাধের রায় যে কোনো দিন

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ অক্টোবর ২০১৭

গাইবান্ধার আজিজসহ ৬ জনের যুদ্ধাপরাধের রায় যে কোনো দিন

স্টাফ রিপোর্টার॥ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক এমপি ও জামায়াত নেতা পলাতক আবু সালেহ মুহম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় জনের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। আজ সোমবার বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চে উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। এছাড়া পলাতক পাঁচ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম শুনানি করেন। কারাগারে আটক এক আসামি আবদুল লতিফের পক্ষে ছিলেন খন্দকার রেজাউল করিম। গত ৯ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। গত ১২ অক্টোবর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নতুন দিন ধার্য করেন। ২০১৬ সালের ২৮ জুন মামলায় ৬ আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ (চার্জ) আমলে নিয়ে বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক ৫ আসামি হলেন- জামায়াত নেতা আবদুল আজিজ, রুহুল আমিন ওরফে মঞ্জু, আবু মুসলিম মোহাম্মদ আলী, নাজমুল হুদা ও আবদুর রহিম মিঞা। আসামিদের বিরুদ্ধে একাত্তরে গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকায় গণহত্যা, হত্যা, আটক, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনের তিনটি অভিযোগ রয়েছে।
×