ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পোশাক রফতানি শিল্প দেশের অর্থনীতির পরিবর্তন এনেছে

প্রকাশিত: ০৫:৩৫, ২২ অক্টোবর ২০১৭

পোশাক রফতানি শিল্প দেশের অর্থনীতির পরিবর্তন এনেছে

বিকাশ চৌধুরী, পটিয়া ॥ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানি সমিতির (বিজিএমইএ) সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির বলেছেন, পোশাক রফতানি শিল্প বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন এনেছে। দরিদ্র নারীদের বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ ও পরবর্তীতে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে বিজিএমইএ ও এশিয়ান ডেভেলপমেন্ট প্রকল্প (এসইআইপি)। গার্মেন্টস শিল্পে ভবিষ্যতে দক্ষ জনশক্তি সরবরাহের লক্ষ্যে মূলত নারী ও দরিদ্র পুরুষদের এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ২০২০ সালের মধ্যে ৭৫ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে ২৮ হাজার ৮৫২ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার মধ্যে ২৪ হাজার ৪৫৩ জন প্রশিক্ষণ শেষে পোশাক শিল্প প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত। সারাদেশে ১০৫টি ট্রেনিং সেন্টারের মাধ্যমে নিট, ওভেন, সোয়েটার ও ম্যানেজমেন্ট লেভেলের প্রশিক্ষণ চলমান।
×