ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সাংস্কৃতিক জাগরন মানুষের মধ্যে দেশপ্রেমের সৃষ্টি করে ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৩:৩৪, ২১ অক্টোবর ২০১৭

সাংস্কৃতিক জাগরন মানুষের মধ্যে দেশপ্রেমের সৃষ্টি করে ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি. বলেছেন, সাংস্কৃতিক জাগরন মানুষের মধ্যে দেশপ্রেমের সৃষ্টি করে। বর্তমান সময় আমাদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি রয়েছে। সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল করা হলে মানুষের মধ্যে দেশপ্রেমের মনোভাব সৃষ্টি হবে এবং তা দেশ ও জাতীর জন্য মঙ্গলকর। ঝালকাঠি সাংস্কৃতিক উৎসব এ করনে এ ক্ষেত্রে বড় ভুমিকা রাখবে। তিনি ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার সন্ধ্যায় জেলা সাংস্কৃতিক উৎসবের সমাপনী এবং গুনি শিল্পিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। সাংস্কৃতিক উৎসব কমিটির স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে এই অনুষ্ঠানের মো: হামিদুল হক, পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী খান বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে মনোয়ার হোসেন খান, হেমায়েদ উদ্দিন হিমু ও ছাত্র নেতা উজ্জল মজুমদার বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৩-১৪ ও ১৫ সালের ১৫ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাদেরকে নগদ ১০ হাজার টাকা, সনদপত্র ও মেডেল প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমী যৌথ উদ্যোগে গত ১৫ অক্টোবর থেকে জেলা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। বরিশালের বিভাগীয় কমিশনার মো: শহিদুজ্জামান এই উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন। উৎসবে ৪০টি সংগঠন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশগ্রহন করেছে।
×