ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বালু ভরাট নিয়ে সংঘর্ষ ॥ আহত ১২

প্রকাশিত: ০৫:১৫, ১৯ অক্টোবর ২০১৭

রূপগঞ্জে বালু ভরাট নিয়ে সংঘর্ষ ॥ আহত ১২

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১৮ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু ভরাটকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষ আরেক পক্ষের ড্রেজার ও বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় সমসের নামে একজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম শীতলক্ষ্যা নদীর তীর এলাকায় ঘটে এ ঘটনা। এদিকে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ওপর হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে। জানা গেছে, পূর্বগ্রাম এলাকায় সিটি গ্রুপের জমিতে বালু ভরাটের কাজ পান কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী ও ৫নং ওয়ার্ড সভাপতি রবি রায়। একটি ড্রেজারের মাধ্যমে তারা বালু ভরাট কার্যক্রম চালিয়ে আসছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে পূর্বগ্রাম এলাকার শরীফ মিয়া, লুৎফর রহমান মুন্না, সমশেরসহ তাদের লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ড্রেজার বন্ধ করে দেয়। এসময় প্রতিবাদ করতে গেলে রবি রায়কে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে শরীফসহ তার লোকজন রবি রায়ের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে রবি রায়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা হামলা চালায়। এসময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পক্ষ আরেক পক্ষের ড্রেজার, বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। সংঘর্ষে রবি রায়, শাহিন খান, স্বপন মিয়া, কবির হোসেন, রমজান আলী, সফিউল্লাহ, স্বপন হোসেনসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পূর্বচনপাড়া এলাকার হাসমত আলীর ছেলে সমসেরকে গ্রেফতার করা হয়। এদিকে বুধবার দুপুরে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ওপর হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে।
×