ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যে বলিউড সেলেবরা জটিল রোগ থেকে নবজন্ম পেয়েছেন

প্রকাশিত: ১৯:৪২, ১৭ অক্টোবর ২০১৭

যে বলিউড সেলেবরা জটিল রোগ থেকে নবজন্ম পেয়েছেন

অনলাইন ডেস্ক ॥মনীষা কৈরালা: ‘বম্বে’ হোক বা ‘দিল সে’— এক সময় বলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন মনীষা কৈরালা। ২০১২ সালে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে সিলভার স্ক্রিন থেকে অনেকটা দূরে চলে যেতে বাধ্য হন। দীর্ঘ চিকিৎসার পর এখন তিনি ক্যানসার মুক্ত। লিজা রে: আশির দশকের শেষে বলিউড পর্দা কাঁপানো এই জনপ্রিয় অভিনেত্রী ২০০৯ সালে ‘মালটিপল মায়োলেমা’য় আক্রান্ত হয়েছিলেন। এর পর বেশ কিছু ডকুমেন্টরি ছবি করেছিলেন তিনি এই মারণ অসুখ নিয়ে। এক বছর পর নিজেকে ‘সুস্থ’ বলে ঘোষণা করেন তিনি। অনুরাগ বসু: ২০০৪ সালে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ‘বরফি’-র ডিরেক্টর অনুরাগ। চিকিৎসকেরা জানিয়েছিলেন তাঁরা বাঁচার আশা ৫০ শতাংশ। কিন্তু মারণ রোগকে জয় করে কেমোথেরাপি চলার সময়েই লিখেছিলেন ‘লাইফ ইন এ মেট্রো’ এবং ‘গ্যাংস্টার’-এর স্ক্রিপ্ট। মুমতাজ: সাতের দশকে অভিনয় দক্ষতা দিয়ে শাসন করেছেন ইন্ডাস্ট্রি। ২০০২ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন নায়িকা। তখন তাঁর বয়স ৫৪। ৬ বার কেমোথেরাপি এবং ৩৫ বার রেডিয়েশন নেওয়ার পরেও নায়িকা বলেছিলেন ‘‘আমি সহজে হার মানব না।’’ দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে ফিরে আসেন মুমতাজ। অমিতাভ বচ্চন: ২৬ জুলাই ১৯৮২। বেঙ্গালুরুতে মনমোহন দেশাইয়ের ছবি ‘কুলি’র শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অমিতাভ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে একই দিনে দু’বার অস্ত্রোপচার হয় তাঁর। শেষ পর্যন্ত ২ অগস্ট হাসপাতাল থেকে ছাড়া পান শাহেনশা। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে ওই দিন কার্যত ‘নবজন্ম’ হয়েছিল তাঁর। সাইফ আলি খান: বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সইফ । সালটা ২০০৭। চিকিৎসকেরা জানান মাইনর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন ‘নবাব’। অদম্য মনের জোর নিয়ে কিছু দিন পরেই নিজের চেনা ছন্দে ফিরে আসেন সাইফ। হৃতিক রোশন: ২০১৩ সালের জুলাই মাস। খবর মেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হৃতিক। চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্ত জমাট বেধে গিয়েছে অনস্ক্রিন ‘সুপারহিরো’র। পরের মাসেই ‘ক্রিশ ৩’ ছবির লঞ্চ। সবাইকে চমকে দিয়ে ছবির প্রচারে আসেন অভিনেতা। বলেন, ‘‘অস্ত্রোপচার তো মাথায় হয়েছে, মনের জোর একই আছে।’’ শাহরুখ খান: বলিউডের ‘কিং খান’কে এক সময় ‘কিং অফ সার্জারি’ ও বলা হত। জানেন কী, গত ২৫ বছরের মধ্যে আট বার অস্ত্রোপচার হয়েছে বলিউড ‘বাদশা’র? দেখলে বোঝা যাবে? বলিউডের স্পট লাইটে এখনও তিনি শাহেনশা। সালমান খান: ২০১১ সালে ‘ট্রাইজেমিনাল নিউরোলজিয়া’ নামে এক ধরনের ফেসিয়াল নার্ভ ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছিলেন ‘দবং’ স্টার। এই রোগে মুখের বিভিন্ন জায়গায় মারাত্মক যন্ত্রণা হয়। এর জন্য দীর্ঘ দিন বিদেশে চিকিৎসাও করিয়েছেন তিনি। তবে রোগের জন্য কখনও পেশাকে অবহেলা করেননি বলেও মন্তব্য করেন ভাইজান। ধর্মেন্দ্র: দীর্ঘ ২০ বছর ধরে মানসিক অবসাদে ভুগেছেন ধর্মেন্দ্র। শোনা যায়, অবসাদের কারণে এক সময় অ্যালকোহলিক হয়ে পড়েন এই প্রবীণ অভিনেতা। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×