ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বরিশাল নগরীর ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ০০:০২, ১৫ অক্টোবর ২০১৭

বরিশাল নগরীর ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “পরিচ্ছন্ন হাত-সুন্দর ভবিষ্যত” শ্লোগানকে সামনে রেখে রবিবার সকাল দশটায় নগরীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। শিশু বান্ধব নগরী কার্যক্রমের আওতায় বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় নগরীর ১৫টি ওয়ার্ডের ৩৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে হাত ধোয়া দিবস উদ্যাপন করা হয়। নগরীর ১২নং ওয়ার্ডের কিশোর মজলিশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল দশটায় কর্মসূচীর উদ্বোধণ করেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীর জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোঃ মঈনুল হাসান, ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান এএইচ তৌফিক আহমেদ প্রমুখ।
×