ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নওগাঁয় স্ত্রীকে খুন ॥ স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০১:১২, ১০ অক্টোবর ২০১৭

নওগাঁয় স্ত্রীকে খুন ॥ স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় যৌতুকের দাবীতে নির্যাতন চালিয়ে স্ত্রী খুনের মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ শরিফুল ইসলাম এই রায় প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, জেলার মান্দা উপজেলার ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের মোঃ নাছের কবিরাজের কন্যা শেফালী বেগমের (৪০) সঙ্গে প্রায় ১৫ বছর পূর্বে একই উপজেলার এলেঙ্গা গ্রামের মৃত মছির উদ্দিনের পুত্র লোকমান হোসেন মিস্ত্রির বিয়ে হয়। বিয়ের সময় যৌতুৃক হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। বিয়ের ১০ বছর পর হঠাৎ করে স্বামী লোকমান হোসেন আরও ৭০ হাজার টাকা যৌতুক দাবী করে। এই দাবীতে প্রায়ই স্ত্রী শেফালীর ওপর মানষিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে মারপিট করে শেফালী বেগমকে পিতার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাধ্য হয়ে কিছু টাকা দিয়ে পুনঃরায় তাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানো হয়। কিন্তু যৌতুকলোভী স্বামী তখনও ক্ষান্ত হয়না। পরবর্তীতে মোটরসাইকেল কিনতে আবারও ৭০ হাজার টাকা পিতার বাড়ি থেকে এনে দিতে শেফালীর ওপর চাপ অব্যাহত রাখে। কিন্তু চাহিদা মোতাবেক টাকা এনে দিতে সে অপারগতা প্রকাশ করলে নির্যাতনের মাত্রা দ্বিগুন হয়। এরই এক পর্যায়ে গত ২০১৬ সালের ৪ জানুয়ারি রাতে তার ওপর অমানষিক নির্যাতন চালানো হয়। রাত অনুমান ৪টায় লোকমান হোসেনের প্রতিবেশী মোঃ সাইদুর রহমান শেফালীর মৃত্যুর সংবাদ তার ছোট ভাই জালাল উদ্দিনকে জানায়। শেফালীর ছোট ভাই মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে ওই দিনই মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১(ক)/৩০ ধারায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে স্বামী লোকমান হোসেন মিস্ত্রির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার বিকেলে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষনা করেন। মামলাটি পরিচালনা করেন, বাদী পক্ষে ওই আদালতের পিপি এ্যাডভোকেট নাহিদ মোরশেদ বাবু এবং আসামী পক্ষে এ্যাডভোকেট সাজেদুর রহমান বুলু।
×