ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা স্যানিটারি প্রজেক্ট উদ্বোধন

প্রকাশিত: ০৫:১৯, ২১ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা স্যানিটারি প্রজেক্ট উদ্বোধন

রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন ও বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাবের অর্থায়নে কক্সবাজার বালুখালি পানবাজারের রোহিঙ্গা শিবিরে পাঁচশত স্যানেটারি ল্যাট্রিন ও একশ’ গভীর নলকূপ স্থাপন করা হবে। এই সহায়তামূলক প্রোগ্রামের নাম দেয়া হয়েছে ‘রোহিঙ্গা স্যানিটেশন প্রজেক্ট’। সোমবার বিকেলে যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে রিহ্যাব এর ‘রোহিঙ্গা সেনিটেশন প্রজেক্ট’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, আশেক উল্লাহ রফিক এমপি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম। -বিজ্ঞপ্তি
×