ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস ॥ এমিলি

প্রকাশিত: ০২:২৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭

বঙ্গবন্ধুর ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস ॥ এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। তাই বেশী বেশী বঙ্গবন্ধুকে জানতে হবে। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। তিনি শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, তোমরা বঙ্গবন্ধুর জীবন আদর্শকে ধারণ কর এবং বড় স্বপ্ন দেখে সৃজনশীলাতাকে বিকশিত কর। তবেই বঙ্গবন্ধুর সোনারবাংলা পৃথিবীতে আরও আলো ছড়াবে। মঙ্গলবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া উচ্চ বিদ্যালয়ে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শিরোনামে রচনা প্রতিযোতি উদ্বোধন কালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। লৌহজং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে আরও অংশ নেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৃষ্ঠপোষক ও জেলা পরিষদের সদস্য মো. শেখ ইদ্রিস আলী, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ আল বারেক, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, বেজগাঁও ইউপি চেয়ারম্যান আমির হোসেন, আওয়ামী লীগ নেতা রশিদ মোল্লা, মনির হোসেন মাস্টার, শহিদুল ইসলাম মাস্টার, হাজী মনির হোসেন মোড়ল ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। স্থানীয় সাংসদ এর পরে এই রচনা প্রতিযোগিতা উদ্বোধন করেন ব্রাম্মনগাঁও উচ্চ বিদ্যালয়, লৌহজং কলেজ, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় ও লৌহজং পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। আয়োজকরা জানান, “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এই রচনা প্রতিযোগিতায় পাঁটি প্রতিষ্ঠানে প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেয়। উদ্বোধনের আগে প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের সাথে কথা বলেন এবং উৎসাহ প্রদান করেন। আয়োজকরা জানান, মঙ্গলবার প্রতিযোগিতা শেষে মূল্যায়নের কাজ শুরু হয়েছে। শিঘ্রই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতাকালে শিক্ষালয়গুলোর ম্যানেজিং কমিটির ও শিক্ষকগণও উপস্থিত ছিলেন। এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বিকালে টঙ্গীবাড়ি উপজেলার কান্দাপাড়ায় সম্প্রতি জোড়া খুনের ঘটনায় শোকাহত পরিবারের সাথে দেখা করেন। নিহত শাহ আলম ও আলী হোসেনর পরিবারের সাথে কথা বলে সান্তান দেন এবং এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি আশা করে বলেন, বর্তমন সরকার আইনের শাসন প্রতিষ্ঠ করেছে। তাই অপরাধীদের ছাড় পাওয়ার সুযোগ নেই। অপরাধী যেই হোক তার বিচার হবেই।
×