ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৭

মাদারীপুরে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ গতরবিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য সুমন ছৈয়াল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব-৮। তার কাছ থেকে ১৫ লাখ ২৮ হাজার নগদ টাকা, ৩ হাজার ইউরো, ৫৯টি সিম ও ২৯টি মোবাইল উদ্ধার করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে চাকুরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার মেজর রাকিবউজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শরীয়তপুর জেলার নড়িয়া থানার পশ্চিম লোনসিং গ্রামে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য সুমন ছৈয়ালকে গ্রেফতার করা হয়েছে। সে ঐ গ্রামের আব্দুল হামিদ ছৈয়ালের ছেলে। গ্রেফতারকৃত সুমন ছৈয়াল প্রাথমিকভাবে লিবিয়ায় ১৫ থেকে ২০ জনকে জিম্মি করে তাদের কাছ থেকে অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে লিবিয়া, ইতালী, স্পেন ও গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশে মোটা অঙ্কের বেতনের চাকুরীর লোভ দেখিয়ে মানব পাচার করে আসছে। এই চক্রের সদস্যরা বাংলাদেশ, লিবিয়া ও ইতালীতে সমভাবে সক্রিয় এবং এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। চক্রটি বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে যুবকগণকে লিবিয়ায় পাচার করে থাকে। পরে লিবিয়ায় অবস্থানরত চক্রের সদস্যরা লিবিয়ার বন্দিশালায় তাদেরকে আটকে রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং বন্দীদের নিকট আত্মীয়দের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে।’ র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান বলেন, ‘লিবিয়ার বন্দিশালার নেতৃত্ব দেন সুমনের বড় ভাই সুজন ছৈয়াল (৪৫)। তাকে লিবিয়ার দুতাবাসের মাধ্যমে ধরার প্রক্রিয়া চলছে।’ এছাড়া একটি মোবাইল নাম্বারে একসাথে অনেক টাকা বিকাশের মাধ্যমে লেনদেন করা সম্ভব না হওয়ায় একাধিক সীমকার্ড আটক সুমন ব্যবহার করত বলেও জানান তিনি।
×