ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ হলো নাট্যাচার্য সেলিম আল দীন উৎসব

প্রকাশিত: ০৩:৫৫, ২৩ আগস্ট ২০১৭

শেষ হলো নাট্যাচার্য সেলিম আল দীন উৎসব

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের পথিকৃৎ ও বাংলা নাটকের শেকড়সন্ধানী গবেষক নাট্যাচার্য সেলিম আল দীন। পশ্চিমা নাট্যরীতিকে পাশ কাটিয়ে কাজ করেছেন হাজার বছরের দেশীয় ঐতিহ্য নিয়েছে। বাংলা নাটকে প্রবর্তন করেছেন বর্ণনাত্মক ধারা। নাট্যতত্ত্ব নির্মাণের পাশাপাশি দ্বৈতাদ্বৈতবাদিতার আলোকে লিখেছেন বেশ কিছু কালজয়ী নাটক। ১৯৪৯ সালে ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রবীন্দ্রনাথ পরবর্তী বাংলা নাটকের এই নতুন আলোর দিশারীর গত ১৮ আসস্ট ছিলো ৬৮-তম জন্মবার্ষিকী এবং ৬৯ তম জন্মদিন। তার এই জন্মদিন উদ্যাপনে নাট্যাচার্যের স্মৃতিধন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নাট্যসংগঠন ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ভোর হল যৌথভাবে আয়োজন করে ছয়দিনের বর্ণাঢ্য ‘সেলিম আল দীন উৎসব’। বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে এই উৎসব। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হয় সমাপনি ও ‘সেলিম আল দীন পদক প্রদান’ অনুষ্ঠান। এবারের এ উৎসবের ‘সেলিম আল দীন পদক-১৪২৪’ পেয়েছেন অভিনেতা আলী যাকের। পদক প্রদান ও নাটক মঞ্চায়ন দিয়ে সাজানো এই আয়োজনের শুরুতেই ছিলো পদক প্রদান অনুষ্ঠান। এতে ‘সেলিম আল দীন পদক-১৪২৪’ প্রাপ্ত অভিনেতা আলী যাকেরের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিতি সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার প্রধান নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। পদক অনুষ্ঠানের শেষেই মঞ্চস্থ হয় মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘নীলাখ্যান’ নাটক।
×