ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিবিএস কেবলের দরবৃদ্ধি তদন্তে কমিটি গঠন

প্রকাশিত: ২২:৫২, ২২ আগস্ট ২০১৭

বিবিএস কেবলের দরবৃদ্ধি তদন্তে কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলের অস্বাভাবিক দর বাড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসি সূত্র জানায়, কমিটির সদস্যরা হলেন - বিএসইসির উপ পরিচালক মো. শামসুর রহমান, সহকারী পরিচালক মো. রাকিবুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের মো. আরিফুর রহমান চৌধুরী। কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিএসইসিতে জমা দিতে হবে। প্রসঙ্গত, বিবিএস কেবল ২০১৭ সালের ৩১ জুলাই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আর তালিকাভুক্তি পর থেকেই শেয়ারটির দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। প্রায় প্রতিদিনই শেয়ারটি দরবৃদ্ধির তালিকার শীর্ষে ছিল। লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ৯০ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ করে। মঙ্গলবার দিনশেষে কোম্পানিটি ১৪৪ টাকায় লেনদেন শেষ করেছে।
×