ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত

প্রকাশিত: ০৪:৫৮, ১৯ আগস্ট ২০১৭

পদ্মায় তীব্র স্রোতে  ফেরি চলাচল  বিঘ্নিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী প্রায় ২৫০ ট্রাক। এছাড়া নানা ধরনের আরও ৫০ যান এখন দীর্ঘ লাইনে অপেক্ষারত। পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়া পানি বৃদ্ধির কারণে নিত্য ফেরির পন্টুন উপরে উঠাতে হচ্ছে। তাই দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঁঠলবাড়ি ফেরি সার্ভিস বিঘিœত হচ্ছে। এই ফেরি রুটে ১৭টির মধ্যে এখন চলছে ১৫টি ফেরি। কিন্তু নদীতে পানির প্রবেল স্রোত ফেরি চলাচল বিঘ্নিত করছে। এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, গত চারদিন ধরে প্রতিনিয়ত ফেরির পন্টুন উপরে তুলতে হচ্ছে। শুক্রবার অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে সকালে ১ নম্বর ঘাট উরে তোলা হয়। বিকেলে তোলা হয় ২ নম্বর ও ৩ নম্বর ঘাট। পন্টুন সংযোগ সড়ক তলিয়ে যাওয়া অবস্থায় বৃহস্পতিবার ৩ নম্বর ঘাট উপরে তোলা হয়। তোলা হয় ৪ নম্বর ভিআইপি ঘাটও। ওপারের কাঁঠালবাড়ির ঘাটেরও একই অবস্থা। ফেরিঘাট পানিতে তলিয়ে যাওয়া অবস্থায় শিমুলিয়া থেকে ফেরিতে করে রেকার নিয়ে কাঁঠালবাড়ি ২ নম্বর ঘাট উপরে তোলা হয়। তিনি জানান, শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসির রেকার থাকার কারণেই দ্রুত ঘাট উঠানো সম্ভব হয়েছে।
×