ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে র‌্যাবের সাথে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ০২:০৩, ১৭ আগস্ট ২০১৭

সুন্দরবনে র‌্যাবের সাথে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র‌্যাব ও বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খাল এলাকায় প্রায় পৌনে এক ঘন্টা গোলাগুলির পর র‌্যাব বনদস্যু সুমন বাহিনীর দুই সদস্যকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে। এসময় ঘটনাস্থলে তল্লাসী চালিয়ে ১টি বিদেশী দোনালা বন্দুক, ১টি দেশি পাইপগান, ১টি ওয়ান শুটার গান, ১টি রাম দা, ১৩ রাউন্ড গুলি ও ১১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, বনদস্যু সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখি এলাকার আবুল মান্নানের ছেলে মিঠু গাজী (৩৪) ও মংলা উপজেলার সোনাইল তলা এলাকার মৃত তোফা শেখের ছেলে আবুল হোসেন ওরফে আবু তালিব (৩২)। র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার উজ জামান বলেন, বঙ্গোপসাগরে বর্তমানে ইলিশ শিকারের মৌসুম চলছে। গত বেশ কয়েকদিন ধরে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বনদস্যুরা হানা দিয়ে অস্ত্রেরমূখে জেলেদের অপহরণ করে মুক্তিপন আদায় করছিল। সম্প্রতি বনদস্যুদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় র‌্যাব অভিযান শুরু করে। জেলেদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খাল এলাকায় পৌছলে একদল বনদস্যু র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টাগুলি চালায়। বনদস্যুদের সাথে র‌্যাবের থেমে থেমে গোলাগুলি চলার এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকে ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বনদস্যু সুমন বাহিনীর সদস্য বলে স্বীকার করেছে। তিনি আরও বলেন, সুমন নামে এক ব্যক্তি ১০-১২ জন সদস্য নিয়ে নিজ নামে বাহিনী গঠন করে বঙ্গোপসাগর ও সুন্দরবনে জেলে, বাওয়ালী ও মৌয়ালদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে আসছে।
×