ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্মসংস্থান নিয়ে আশাবাদি ভোক্তারা ॥ মাস্টার কার্ডের জরিপ

প্রকাশিত: ০৩:০৬, ১৬ আগস্ট ২০১৭

কর্মসংস্থান নিয়ে আশাবাদি ভোক্তারা ॥ মাস্টার কার্ডের জরিপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সার্বিকভাবে কনজিউমার কনফিডেন্স বা ভোক্তাদের আস্থা স্থিতিশীল রয়েছে। এ অঞ্চলের ১৮টি দেশের মধ্যে ১১ দেশেই ভোক্তাদের আস্থা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এতে বাংলাদেশকে নিয়ে ভোক্তাদের আশাবাদের বিষয়টিও উঠে এসেছে। চলতি বছরের প্রথমার্ধে এ অঞ্চলের দেশগুলোয় মাস্টারকার্ড পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। বুধবার ‘মাস্টারকার্ড ইনডেক্স অব কনজিউমার কনফিডেন্স’ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের ফলাফলে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভোক্তা আস্থাসূচকে অগ্রগতি অব্যাহত ছিল। তবে তা খুবই নগণ্য। যেমন, এ সময়ে সূচকটি বেড়েছে দশমিক ৪ দশমিক ২ পয়েন্ট। বাংলাদেশের স্কোর সূচক (+) ৬.৬ পয়েন্ট বেড়ে ৮৯ দশমিক ৪ পয়েন্টে উঠেছে। বিশেষ করে শেয়ারবাজার সংক্রান্ত উপাদানে বাংলাদেশের সূচক (+) ১৫.০ পয়েন্ট বেড়েছে। সূচকের এ উত্তরণ বাংলাদেশকে নিয়ে ভোক্তাদের আশাবাদেরই প্রকাশ। এর মানে হলো, ভোক্তাদের বিবেচনায় বাংলাদেশ এখন আশাবাদের দেশ। প্রসঙ্গত, মাস্টারকার্ডের এ ভোক্তা আস্থাসূচক ও প্রতিবেদন কোনোভাবেই মাস্টারকার্ডের আর্থিক কার্যক্রমের প্রতিফলন বা ফলাফল নয়। এটি সার্বিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোর ভোক্তাদের আস্থার প্রতিফলন। চলতি বছরের জুন ও জুলাইয়ে মাস্টারকার্ড এ জরিপ চালায়। এতে ১৭টি দেশের ১৮ থেকে ৬৪ বছর বয়সী মোট ৮ হাজার ৭৪৬ জন লোকের মতামত নেয়া হয়। অংশগ্রহণকারীদের নিজ নিজ দেশের পাঁচটি অর্থনৈতিক বিষয়ে ছয় মাসের পূর্বাভাস জানাতে বা ভবিষ্যদ্বাণী করতে বলা হয়। বিষয়গুলো হচ্ছে অর্থনীতি, কর্মসংস্থানের সম্ভাবনা, নিয়মিত বা দৈনন্দিন আয়ের সম্ভাবনা, শেয়ারবাজার ও জীবনযাত্রার মান। শূন্য থেকে ১০০ নম্বরের ভিত্তিতে এ সূচকের পয়েন্ট হিসাব করা হয়। এর মধ্যে শূন্য হলো একেবারে নিরাশার বা চরম হতাশাপূর্ণ আর ১০০ হলো সর্বোচ্চ আশাবাদে পরিপূর্ণ। আর ৫০ হলো নিরপেক্ষ অবস্থান।
×