ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন মুদ্রানীতিতে কমানো হলো বেসরকারি খাতে ঋণপ্রবাহ

প্রকাশিত: ০০:২৭, ২৬ জুলাই ২০১৭

নতুন মুদ্রানীতিতে কমানো হলো বেসরকারি খাতে ঋণপ্রবাহ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদায়ী অর্থবছরের শেষার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলেও নতুন মুদ্রানীতিতে তা ১৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করেন। এই মুদ্রানীতি বাস্তবায়নের জন্য দুটি ঝুঁকির কথা তিনি বলেন। একটি হলো সঞ্চয়পত্রে উচ্চ মুনাফার হার, দ্বিতীয়টি হলো প্রবাসী আয় কমে যাওয়া। সরকারের নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়। গবর্নর বলেন, সরকারের যে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ, তা এই মুদ্রানীতি দিয়ে অর্জন সম্ভব। এ ছাড়া মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
×