ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে সড়ক ও ড্রেন উন্নয়নে ৫০ কোটি টাকার কাজ চলছে

প্রকাশিত: ০৬:২৮, ২৬ জুলাই ২০১৭

চাঁপাইয়ে সড়ক ও ড্রেন উন্নয়নে ৫০ কোটি টাকার কাজ চলছে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘেœ করতে ও সৌন্দর্য বৃদ্ধি করনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে সড়ক উন্নয়নের কাজ। স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতোমধ্যেই ৫০ কোটি টাকার ছাড় করেছে পৌর কর্তৃপক্ষের কাছে। দীর্ঘ কয়েক দশক ধরে বরাদ্দ না থাকায় পৌর এলাকার সব সড়ক একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। পৌর এলাকার ২৪৬০ বর্গকিলোমিটারে মধ্যে পাকা সড়কের অবস্থান ছিল ৯৩৬৮ কিলোমিটার। সংস্কার অভাবে যার সব একেবারে চলাচল অযোগ্য হয়ে পড়েছিল। প্রথম ফেজে ১৫ কোটি টাকা ও দ্বিতীয় ফেজে ২৬ কোটি টাকা বরাদ্দ এসেছে। ইতোমধ্যেই ৩২ সড়ক চলাচলের যোগ্য করা হয়েছে। বাকি আরও ৫২টি সড়কে কাজ শুরু করেছে পৌরসভা। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়ার কারণে পৌরবাসীর ভোগান্তি চরমে উঠেছিল। তাই পৌর কর্তৃপক্ষ রাস্তা সংস্কারের পাশাপাশি পুরান ড্রেন সংস্কার ও নতুন ড্রেন নির্মাণে হাত দিয়েছে। এর মধ্যে কিছু কালভার্টও রয়েছে। ইতোমধ্যেই ৩ কিলোমিটার দৈর্ঘ্যরে ১৪টি ড্রেন ২৮ কিমি. দৈর্ঘ্যরে ৩৪টি রাস্তার উন্নয়ন কাজ শেষ হয়েছে। পৌরসভার প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম জানান, সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাসের চেষ্টায় বিশাল অংকের টাকার বরাদ্দ পাওয়া গেছে। ১৫ ওয়ার্ডের প্রতিটির সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণে রাত দিন কাজ চলছে। প্রয়োজনে আরও অর্থ বরাদ্দের আশ্বাস মিলেছে।
×