ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্যার পিজে হার্টজ ইন্টারন্যাশনাল হলে পিজে হার্টজ এর প্রতিকৃতি স্থাপন

প্রকাশিত: ০৪:০৯, ২২ জুলাই ২০১৭

স্যার পিজে হার্টজ ইন্টারন্যাশনাল হলে পিজে হার্টজ এর প্রতিকৃতি স্থাপন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার পিজে হার্টজ ইন্টারন্যাশনাল হলে পিজে হার্টজ এর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিকৃতি উদ্ধোধন করেন। এই প্রতিকৃতির ভাস্কর অধ্যাপক আব্দুল আজিজ। এর আগে হলের সভা কক্ষে স্যার পি জে হার্টজের অবদান ও জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, হলের প্রাধ্যক্ষ্য অধ্যাপক লুৎফুর রহমান এবং হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, এই বিশ্ববিদ্যালয়ে স্যার পি জে হার্টজের তাৎপর্যপূর্ণ অবদান ছিলো। তিনি বিশ্ববিদ্যালয়ে অল্প সময় ছিলেন কিন্তু অবদান ছিলো অনেক বেশি। আমাদের অবশ্যই তাদের অবদানকে স্মরণ করা উচিৎ। তিনি বলেন, এই প্রতিকৃতি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ¦ল করবে। স্যার পি জে হার্টজ আমাদের মাঝে স্মরণীয় থাকবেন। এসময় তিনি প্রতিকৃতির রক্ষণাবেক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
×