ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর তেজগাঁওয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৪, ২০ জুলাই ২০১৭

রাজধানীর তেজগাঁওয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে সাফা আহম্মেদ পিংকী (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম মোঃ নাহিদ। তিনি তেজগাঁও থানাধীন তেজকুনি পাড়ার ১৭৩/বি নম্বর নিজ বাড়ির চারতলা ভবনের দ্বিতীয় তলায় সপরিবারের থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পিংকীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার স্বামী নাহিদ। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের স্বামী নাহিদ জানান, দুপুরে স্ত্রী পিংকী সঙ্গে কথা হয়েছিল। কিন্তু বিকেলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে গলায় ফাঁসি দেয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, নিহতের গলায় ফাঁসি দেয়ার দাগ রয়েছে। ওই দাগ দেখেই বুঝা যাচ্ছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতেন পারেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ওই গৃহবধূর মৃত্যু নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এজন্য তার লাশের ময়নাতদন্তের জন্য রাতে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল শুক্রবার মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।
×