ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ভোলায় মেঘনা নদীতে ১৪ জেলেসহ ট্রলার ডুবি ॥ ২ লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:২১, ২০ জুলাই ২০১৭

ভোলায় মেঘনা নদীতে ১৪ জেলেসহ ট্রলার ডুবি ॥ ২ লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার লালমোহনের কাছে মেঘনা নদী ঝড়ের কবলে পড়ে ১৪ জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ১২ জেলে উদ্ধার হলেও ২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ স্লুইজ সংলঘœ মেঘনা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা সাংবাদিকদের জানান, স্থানীয় মোস্তাফিজ মাঝির ট্রলার নিয়ে ১৪ জেলে গতকাল বুধবার রাতে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ভোর ৫টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে মেঘনায় ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে থাকা ১২ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকী দুইজন ট্রলার ভিতওে আটকা পড়ে । ট্রলারটি বেলা সাড়ে ১১ টার দিকে উদ্ধার করার পর ট্রলারের ভিতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকার মো: হোসেনের ছেলে কবির (৩৫) ও ফয়েজউল্যাহর ছেলে রাসেল (২০)। লালমোহন থানার ওসি মো: হুমায়ুন কবির জানান,তারা খবর পেয়ে লাশ উদ্ধার কওে পরিবারের কাছে হস্তান্তর করেন।
×