ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লন্ডনে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

প্রকাশিত: ০১:৪৬, ১৬ জুলাই ২০১৭

লন্ডনে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ লন্ডনে বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। দীর্ঘ প্রায় ২ বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয় তাঁর। লন্ডন বিএনপির নেতাদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উয়িং কর্মকর্তা সামসুদ্দিন দিদার জানান, রবিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়া সেখানে পৌছার আগেই বিমানবন্দরে ছেলে তারেক রহমানসহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকেন। বিমানবন্দরে অবতরণের পর তারা খালেদা জিয়াকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে প্রায় ২ বছর পর মা-ছেলের দেখা হওয়ার পর খালেদা জিয়া ও তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে খালেদা জিয়া সরাসরি লন্ডনের কিংসস্টনে তারেক রহমানের ভাড়া বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও নাতনি জায়মানের সঙ্গেও তার দেখা হলে পরষ্পরকে জড়িয়ে ধরেন। এ সময় এক আবেক ঘন পরিবেশ সৃষ্টি হয় তারেক রহমানের বাসায়। খালেদা জিয়া লন্ডন অবস্থানকালে ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি চূড়ান্ত করবেন। এ ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটানোর পাশাপাশি চোখ ও পায়ের চিকিৎসা এবং যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। দেড় মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থান করে কোরবানীর ঈদের পর দেশে ফিরেই তিনি নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা ঘোষণা করবেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা ৫৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে খালেদা জিয়া শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। নেতাকর্মীদের ভিড় ঠেলে বিমানবন্দরে পৌছতে দেরি হলে পূর্বনির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৭টার ২৫ মিনিট বিলম্বে ছাড়ে তাঁকে বহনকারী বিমান।
×