ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অর্থবছরের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন বাড়ল

প্রকাশিত: ০০:৩২, ২৯ জুন ২০১৭

অর্থবছরের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয় বেড়েছে। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি টাকা। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৯ পয়েন্ট। বাজার বিল্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬২৮ কোটি টাকা। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির। ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৩ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩৫ লাখ টাকা। আর সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫০৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
×