ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমলাপুরে রেলস্টেশনে ভিড় আছে আজও

প্রকাশিত: ১৯:১৪, ২৫ জুন ২০১৭

কমলাপুরে রেলস্টেশনে ভিড় আছে আজও

স্টাফ রিপোর্টার ॥ কমলাপুরে আজ রবিবারও বেশ ভিড় লক্ষ্য করা গেছে। যদিও ঈদযাত্রা এখন শেষের পথে। কিন্তু যাত্রী যেন শেষই হচ্ছে না! পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই ট্রেনে চেপে গ্রামের বাড়ি যাচ্ছেন হাজারো মানুষ। রবিবার সকাল ৭টা থেকে দেখা গেছে, কমলাপুর রেলস্টেশনে আজও মানুষের ভিড় বেশি। অধিকাংশ যাত্রীই যাচ্ছেন টিকিট কেটে দাঁড়িয়ে। এর বাইরে টিকিট প্রত্যাশী যাত্রীরাও ভিড় করেছেন কমলাপুর রেলস্টেশনে। কাউন্টার ও অনুসন্ধান কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ রুটের ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। তবে ২ টি ট্রেন ছেড়েছে দেরিতে। এর মধ্যে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ভোর ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা ৭টা ৪০ মিনিটে ছেড়ে গেছে। ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু, ঢাকা-খুলনা রুটের সুন্দরবন, ঢাকা সিলেট এর পারাবত, ঢাকা চট্টগ্রাম এর সোনার বাংলা এক্সপ্রেস ছেড়ে গেছে যথাসময়ে। তবে ঢাকা দেওয়ানগঞ্জ রুটের তিস্তা একপ্রেস আধা ঘণ্টা দেরিতে অর্থাৎ ৮টায় ছেড়ে গেছে। নীলসাগর, এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, মহানগর প্রভাতী এক্সপ্রেসও ছেড়েছে দেরিতে। নির্ধারিত সময়েই ছেড়ে গেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। ঈশা খান, জয়ন্তীকা, রাজশাহী এক্সপ্রেস, চট্টলা, কুমিল্লা এক্সপ্রেস, জয়দেবপুর কমিউটার ও মোহনগঞ্জ এক্সপ্রেসের যাত্রীরা ভিড় করেছেন কমলাপুর রেলস্টেশনে।
×