ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫১৮ গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের আশঙ্কা

প্রকাশিত: ২৩:৩৩, ২২ জুন ২০১৭

৫১৮ গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের আশঙ্কা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেতন-বোনাসের দাবিতে রাজধানীর অদূরে আশুলিয়া, সাভার ও টঙ্গী এলাকার ৫১৮টি গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আসন্ন ঈদে এসব তৈরি পোশাক কারখানার মালিকরা তাদের শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারবেন না। ফলে শ্রমিকরা ঈদের আগেই বেতন-বোনাসের দাবিতে আন্দোলনে নামতে পারেন। এতে করে ওইসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। বাংলাদেশ শিল্প পুলিশ এ বিষয়ে একটি প্রতিবেদন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। ওই প্রতিবেদনেই এ আশঙ্কার কথা উল্লেখ করা হয় বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার পুলিশসহ কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক করা হয়েছে। শ্রমিকরা যাতে কোনও আন্দোলন সংগ্রাম না করতে পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার মালিকদেরও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, নাম ও পরিচয় না দিয়ে কিছু লোক কয়েকটি কারখানায় গিয়ে সেখানে শ্রমিকদের মধ্যে কোনও অসন্তোষ আছে কিনা, তাদের কোনও দাবি দাওয়া আছে কিনা, কেউ কোনও আন্দোলনের কথা ভাবছে কিনা, তারা কোনও আন্দোলনে যাবে কিনা, ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। নাম ও পরিচর প্রকাশ না করে একাধিক কারখানার মালিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, কোনও কারখানায়ই শ্রমিক অসন্তোষ নাই। তাই শ্রমিক আন্দোলনের কোনও প্রশ্নই ওঠে না। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা এ বছর কোনও শ্রমিক অসন্তোষের সম্ভাবনা দেখছি না। আমরা অত্যন্ত আন্তরিকভাবে সতর্কতার সঙ্গে বিষয়টি দেখভাল করছি। কারখানার কাপড় বিক্রি করে হোক, মেশিন বিক্রি করে হোক শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দিয়েছি। তারা সেভাবেই বিষয়টি ম্যানেজ করছেন। কাজেই এবার ঈদে কোনও শ্রমিক অসন্তোষ হবে না।’
×