ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিনেতা স্যাম বিজলি আর নেই

প্রকাশিত: ১৯:২৫, ১৮ জুন ২০১৭

অভিনেতা স্যাম বিজলি আর নেই

অনলাইন ডেস্ক ॥ হ্যারি পর্টার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য পোয়েনিক্স'র অধ্যাপক এভারেন্ড খ্যাত স্যাম বিজলি (১০১) আর নেই। গত ১২ জুন তার মৃত্যুর খবর প্রকাশ করে টাইমস পত্রিকা। আগামী ২১ জুন লন্ডনের মর্টলেক সমাধিক্ষেত্রে তার শেষকৃত্য সম্পন্ন হবে। স্যাম বিজলি ১৯৩০ এর দশকেই লন্ডনের মঞ্চে কাজ করে খ্যাতি কুড়িয়েছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে অভিনয় ছেড়ে যুদ্ধে অংশ নেন। ফিরে এসে একটি এন্টিক শপ চালিয়েছিলেন। ৭৫ বছর বয়সে ফের অভিনয়ে ফিরেন। হ্যারি পর্টার ছাড়াও ব্রিটিশ এ অভিনেতাকে দেখা গেছে 'জনি ইংলিশ' ও 'ব্রিজেট জোন্স ডায়রি'র মতো জনপ্রিয় ছবিতে। চলচ্চিত্রের পাশাপাশি 'ক্যাজুয়ালটি', 'কিংডম', 'ফয়েলস ওয়ার', 'ডক্টর অ্যান্ড মিডসামার মার্ডার্স'র মতো টিভি শোতে কাজ করেছেন স্যাম বিজলি। শুধু অভিনেতা হিসেবেই নন, চিত্রশিল্পী হিসেবে পরিচিত ছিলেন স্যাম বিজলি। পুরো ব্রিটেনজুড়ে তার চিত্রকর্ম প্রদর্শনী হয়েছে। সূত্র : রিট্রোয়েন্ট
×