ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ২১:৪২, ২৭ এপ্রিল ২০১৭

গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন রিপোর্টার॥ আলিফ গ্রুপের হেক্সা গার্মেন্টস ‘বিনা নোটিসে’ বন্ধের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে গার্মেন্ট শ্রমিকরা। শ্রমিকদের এই বিক্ষোভের কারণে সকাল ১০টা থেকে গুরুত্বপূর্ণ ওই সড়কের সায়েন্স ল্যাবরেটরি-বাটা সিগন্যাল অংশে যান চলাচল বন্ধ রয়েছে । জানা গেছে মালিকপক্ষ কারখানা স্থানান্তরের চিন্তাভাবনা করছে, শ্রমিকরা তাতে রাজি নয়। আন্দোলনরত শ্রমিকরা বলছে “আমাদের সবাইকে না জানিয়ে গতরাতে কারখানা থেকে মেশিন-যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয়েছে। বিনা নোটিসে কারখানা বন্ধ করে দিয়েছে, আমরা কাজ হারিয়ে পথে বসে গেছি।” দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান আন্দোলনরত শ্রমিকদরা । পুলিশ জানায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে।
×