ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাফরুলে সৈনিক লীগের সেক্রেটারি রুবেল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রকাশিত: ০৩:১৪, ২৫ এপ্রিল ২০১৭

কাফরুলে সৈনিক লীগের সেক্রেটারি রুবেল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাফরুলে সৈনিক লীগের সেক্রেটারি রুবেল হত্যা মামলার প্রধান আসামী মোঃ শাহিনকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। সোমবার গভীররাতে মিরপুর টেকনিক্যাল মোড় থেকে তাকে আটক করা হয়। পিবিআই জানায়, শাহিন মিরপুর, কাফরুল, পল্লবী থানা এলাকার গার্মেন্টস জুট ব্যবসা সিন্ডিকেটের মূল হোতা। এমনকি মিরপুর বিআরটিএ এর দালাল চক্রের নিয়ন্ত্রণ ও তার হাতেই। সে বিআরটিএ এর স্পীড গর্ভনর সীল কন্ট্রাক্টর হিসেবে কাজ করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা রুবেলকে হত্যা করে। শাহিন হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর থেকে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে প্রকাশ্যে আসে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ভিকটিমের স্ত্রী শিউলী আক্তারকে চাপ প্রয়োগ করে আসছিল। উল্লেখ্য, ২০১৫ সালে ১০ আগষ্টের রাত পৌনে ১০টার দিকে কাফরুল থানার সৈনিক লীগ ক্লাব হতে বের হয়ে রিকশা যোগে বাসায় যাচ্ছিলেন রুবেল। পথিমধ্যে কাজীপাড়ার বাসার সামনে গলিপথে শাহিনসহ অন্যান্য আসামীরা তার রিকশার গতিরোধ করে। এ সময় তাকে রিকশা থেকে নামিয়ে তাদের হাতে থাকা ধারালো চাপাতি, রামদা ও ছোরা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে রুবেলের স্ত্রী শিউলী আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-হেলাল হাসপাতালে নেয়া হয়। সেখানে রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরেরদিন রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী শিউলী বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন।
×