ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ২২:০৯, ২৪ এপ্রিল ২০১৭

ভোলায় বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ টানা কয়েক দিনের বৃষ্টিতে ভোলায় ২৪ হাজার হেক্টর জমিতে কৃষকের আবদকরা রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে প্রায় এক শত কোটি টাকার ফসল বিনষ্ট হওয়ার আশংকা করছে কৃষি বিভাগ। এদিকে ফসল নষ্ট হওয়ায় আর্থিকভাবে লোকসানের মুখে পড়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। এনজিও এবং ব্যাংকের ঋনের টাকা কি ভাবে শোধ করবে তা নিয়ে চরম দুচিন্তার মধ্যে রয়েছে কৃষকরা। এর আগের মাসে বৃষ্টিতেও কৃষকের তরমুজ ও আলুর ব্যাপক ক্ষতি হয়। বার বার প্রাকৃতির দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্থ হওয়ায় দ্বীপজেলা ভোলার ফসল রপ্তানিতেও ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্র জানিয়েছে, আবহাওয়া অনুকুলে থাকায় বিগত মৌসুমের মত এ মৌসুমেও ভোলার সাত উপজেলায় সয়াবিন, মুগ, চিনা বাদাম ও ফেলন ডাল, মিষ্টি আলু, তিলসহ বিভিন্ন রবি শস্যের আবাদ করেছেন চাষীরা। গেল মাসে অদিনের বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও তারা সেই ক্ষতি পুশিয়ে নতুন করে ঘরে ফসল তোলার স্বপ্ন দেখছিলো তারা। কিন্তু গত কয়েক দিনের টানা বর্ষনে কৃষকের সে স্বপ্ন ভেঙ্গে গেছে। বৃষ্টির পানিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। ভোলা ইলিশার কৃষক ছগির জানান, তিনি ২কানি জমিতে পেলেন ডাল, মুগ ডাল ও ভুট্রার আবাদ করেন। কিন্তু গত কয়েক দিনের এক টানা বৃষ্টিতে তার সকল ফসল পানিতে ডুবে পচে যাচ্ছে। তিনি বহু টাকা খরচ করে এসব ফসল আবাদ করেছে। এখন তার চালানও উঠবে না। এখন কি ভাবে পরিবার পরিজন নিয়ে সংসার চালাবে সেই চিন্তায় অস্থিতর হয়ে পড়েছেন। কৃষক আলমগীর জানান, তাদের ক্ষেতে এখনও এক হাটু পানি। তার ৭০/৮০ হাজার টাকা ব্যয় করে যে ফসল করেছে তা সব নষ্ট হয়ে গেছে। তিনি কিভাবে ঋনের টাকা পরিশোধ করবেন তা জানা নেই। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ৭ উপজেলায় ১ লাখ ৪৪ হাজার হেক্টর জমিতে রবিশস্যর আবাদ হয়। এর মধ্যে ৭৭ হাজার হেক্টর জমির ফসল দুযোর্গের কবলে পড়ে। তার মধ্যে ২৪ হাজার হেক্টর জমির ফসল পুরো ক্ষতি গ্রস্ত হয়। ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা জানান, ভোলায় গত বছর এপ্রিল মাসে মাত্র ১২ মিলি মিটার বৃষ্টি পাত হয়েছে। কিন্তু এ বছর এপ্রিল মাসের ২৪ তারিখ পর্যন্ত ৩৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে করে গত কয়েক দিনের বর্ষায় ৪০ ভাগ ফসল নষ্ট হওয়াতে প্রায় শত কোটি টাকার ক্ষতি লোকসান হওয়ার আশংকা রয়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের ক্ষতি পোশাতে দ্রুত ফসল উত্তোলন এবং পরবর্তিতে আউশ আবাদের পরামর্শ দেওয়া হচ্ছে।
×