ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাঙ্গালোরের হারে দায়ী কুৎসিত ব্যাটিং

প্রকাশিত: ১৯:৩১, ২৪ এপ্রিল ২০১৭

ব্যাঙ্গালোরের হারে দায়ী কুৎসিত ব্যাটিং

অনলাইন ডেস্ক ॥ রবিবারের বৃষ্টিবিঘ্নিত রাতের ইডেনে যে এমনও নাটকীয় উপাদান লুকিয়েছিল, তা সম্ভবত কেউ কল্পনাও করতে পারেননি। মাত্র ৯.৪ ওভারে বিরাট কোহেলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে গুঁড়িয়ে দিয়ে বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের। লজ্জার হারের পর বিরাট কোহলিও মেনে নিচ্ছেন, দলের এমন কুৎসিত ব্যাটিং তিনিও কল্পনা করতে পারেননি। আরসিবি অধিনায়কের মন্তব্য, ‘‘বলতে বাধা নেই এটা জঘন্যতম ব্যাটিং। এত দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আমি কল্পনাও করতে পারিনি। শেষ ম্যাচে ২০০ রান করার পর যে এমন পরিণতি! আশা করছি, সকলে এই হার থেকে শিক্ষা নেবে।’’ মাঠে উল্লাসে লাফিয়ে উঠলেও গৌতম গম্ভীর সতর্কই থাকছেন। তিনি বলেছেন, ‘‘এত কম রান হওয়ার কারণে আমাদের প্রধান লক্ষ্য ছিল সঠিক লাইনে বল করে যাওয়া। নাইল-ওকস’রা সেটাই করেছে।’’ তবে যোগ করেছেন, ‘‘ব্যাটিংয়ে জোর দিতে হবে। যেভাবে শুরু করেছিলাম তাতে ১৭০ রান হওয়া উচিত ছিল। সেটা নিয়েও আমাদের ভবিষ্যতে সতর্ক থাকতে হবে।’’ সুত্র-এবেলা।
×