ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৃষ্টিকর্তার পরেই ডাক্তারদের স্থান, সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে ॥ স্বাচিপ সভাপতি

প্রকাশিত: ০৮:১৪, ৩১ মার্চ ২০১৭

সৃষ্টিকর্তার পরেই ডাক্তারদের স্থান, সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে ॥ স্বাচিপ সভাপতি

স্টাফ রিপোর্টার ॥ রোগীর সেবা প্রদানের মাধ্যমে নিজেদের সম্মান অক্ষুণœ রাখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের(স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান। তিনি বলেন, চিকিৎসা একটি মহান পেশা। এটি অন্য সব পেশা থেকে স্বতন্ত্র। এই পেশার সঙ্গে মানুষের জীবন-মরণ সম্পর্ক। প্রাতিষ্ঠানিক সনদ থাকলেই ভাল চিকিৎসক হওয়া যায় না। মানুষের কাছে সৃষ্টিকর্তার পরেই ডাক্তারদের স্থান । সম্মানের এই স্থানটি অক্ষুণœ রাখা ডাক্তারদের অন্যতম প্রধান কাজ। মগবাজারে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজে নবাগত এমবিবিএস(৯ম ব্যাচ) শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজের গবর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডাঃ মাহমুদর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান ও ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের পরিচালক প্রফেসর ডাঃ আবদুল কাদের খান। ইকবাল আর্সলান বলেন, ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ কোন ব্যবসায়িক উদ্দেশে প্রতিষ্ঠিত হয়নি। এর প্রতিষ্ঠাতাগণ সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে ছাত্রছাত্রীদের যথাযথ শিক্ষা প্রদানের উদ্দেশে এটি করেছেন।
×