ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হাঙরটি সাঁতার পুলে কিভাবে এলো ?

প্রকাশিত: ১৯:৫৫, ৩০ মার্চ ২০১৭

হাঙরটি সাঁতার পুলে কিভাবে এলো ?

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ায় একটি সৈকতের পাশের এক সাঁতার পুল থেকে একটি ছোটখাটো হাঙর উদ্ধার করা হয়েছে। সিডনির পাম বিচের সাঁতার পুলে পাওয়া যাওয়া এই 'ডাসকি হোয়েলার' হাঙরটির বয়েস খুব কম হওয়ায় এটি বিপজ্জনক ছিল না। বন্যপ্রাণী উদ্ধারকারীরা একটি জাল দিয়ে তিন ফুটি হাঙরটিকে টেনে তোলে তারপর সমুদ্রে ছেড়ে দেয়। হাঙরটি সাঁতার পুলে কিভাবে এলো তা পরিষ্কার নয়, তবে স্থানীয়দের ধারণা এটি উঁচু ঢেউয়ের কবলে পড়ে ছিটকে সেখানে এসে পড়ে। তবে পুলে সাঁতার কাটতে আসা মানুষজনকে বেশ চমকে দেয় হাঙরের বাচ্চাটি। থানীয় বাসিন্দা জেনিফার হিল বলেন, তাকে যখন হাঙরটির ব্যাপারে সতর্ক করা হয় তখন তিনি পুলের ভেতরেই সাঁতার কাটছিলেন। বিবিসিকে তিনি বলছিলেন, "আরেকজন নিয়মিত সাঁতারু কেবলই জলে নামবেন, এমন সময় তিনি নিচে তাকান এবং চেঁচিয়ে ওঠেন, হাঙর! হাঙর!" "ততক্ষণ পর্যন্ত ক্ষুদে হাঙরটি সবার অগোচরেই ছিল" রিটা ক্লুজ হাঙরটির ছবি তোলেন। তিনি বলেন, "হাঙরটি দেখে আমরা যতটা না ভীত ছিলাম, তার চাইতে বেশী ও ভীত ছিল আমাদের দেখে"। সূত্র : বিবিসি বাংলা
×